ময়মনসিংহের বিহারি ক্যাম্পে এক ব্যক্তির বিরুদ্ধে শাশুড়িকে ধর্ষণের অভিযোগ উঠেছে।
গত ছয় মাস ধরে ওই ব্যক্তি তার শাশুড়িকে ধর্ষণ করে আসছে বলে অভিযোগ করেছেন তারই স্ত্রী।
কোতোয়ালি মডেল থানার ওসি ফিরোজ তালুকদার জানান, এই ঘটনা সম্পর্কে থানায় কোনো অভিযোগ পাওয়া যায়নি। এমনকি কেউ বলেওনি। বিষয়টি নিয়ে অভিযোগ আসলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
তবে মহাজির রিহ্যাবিলিটেশন অ্যান্ড ডেভেলভমেন্ট মুভমেন্ট (এমআরডিএম) এর সভাপতি ওয়াসি আলম বসির বলেন, এ ঘটনা আমাদের লোকজনের কাছে অত্যন্ত নিন্দনীয়। তাই আমরা ময়মনসিংহে এসেছি, উভয় পক্ষের বক্তব্য শুনে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য।
“যদি কোনো সমাধান না হয়, তাহলে আইনি প্রক্রিয়ায় আমরা এগোব।”
দশ বছর আগে বিয়ে হওয়া এই দম্পতির পাঁচ ও দুই বছর বয়সী দুটি সন্তান রয়েছে।
দুই সন্তানের মা ওই নারী বলেন, ছ’মাস ধরে তার মা ও স্বামীর মধ্যে শারীরিক সম্পর্ক চলছে।
কয়েকদিন আগে বিষয়টি তিনি বুঝতে পেরেন। তাই তার উপরও স্বামীর নির্যাতন চালান বলেও জানান তিনি।
সেই শাশুড়ি জানান, তার সাথে ‘জোর করে শারীরিক সম্পর্ক করেছে’।
“তার সাথে শারীরিক সম্পর্ক না করলে মেয়েকে নির্যাতনসহ তালাক দেওয়ার হুমকি দিয়েছে।
মেয়ের সংসার টেকানোর জন্যই বাধ্য হয়ে শারীরিক সম্পর্ক করেছি।”
তাজমহল মহল্লার বিহারি ক্যাম্পের বাসিন্দা চল্লিশ বছর বয়সী ওই ব্যক্তি জানান, বিষয়টি নিয়ে এখন তিনি অনুতপ্ত।
“এ রকম ভুল আর কোনো দিন হবে না। আমাকে সকলেই ভালো হওয়ার একটা সুযোগ দিন।”
স্থানীয় রফিকুল ইসলাম এবং আবুল হোসেন জানান, এর আগে ওই লোকের বিরুদ্ধে ভাতিজীর সাথেও অনৈতিক সম্পর্কের অভিযোগ রয়েছে।