ময়মনসিংহে গত ২৪ ঘন্টায় আরও ৬৬জনের করোনা শনাক্ত হয়েছে।
গত ২৪ ঘন্টায় ১৯১টি নমুনা সংগ্রহ ও আগের দিনের ৩৩টি অর্থাৎ মোট ২২৪টি নমুনা পরীক্ষার মধ্যে ৬৬জনের করোনা শনাক্ত হয়। নতুন আক্রান্তদের মধ্যে ময়মনসিংহ সদর ও সিটি কর্পোরেশন এলাকার ৫২জন, নান্দাইলের ১জন, ঈশ্বরগঞ্জের ১জন, ধোবাউড়িার ১জন, মুক্তাগাছার ২জন, ত্রিশালের ২জন, ভালুকার ৬জন ও গফরগাঁওয়ের ১জন রয়েছেন।