হেফাজত কর্মীরা মামুনুল হককে উদ্ধার করেছে

Mamunul-Haqueহেফাজতে ইসলামের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মাওলানা মামুনুল হক তার দ্বিতীয় স্ত্রীসহ নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলায় এক রিসোর্টে গেলে সেখানে স্থানীয় কিছু লোক ও মিডিয়া কর্মীরা তাকে আটক করে। সেসময় মামুনুল হক ওই নারীকে তার স্ত্রী হিসেবে দাবি করলেও তা মানেনি উপস্থিতিরা। এসময় মামুনুল হকের পরনের পাঞ্জাবি টেনে হিছড়ে ফেলা হয় এমনকি তাকে আহত করার অভিযোগও তুলেছেন মামুনুল হক। বেশ কিছু ভিডিওতে মামুনুল হককে বলতে শুনা গেছে আক্রমণকারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়ার কথা। পরে স্থানীয় এসিল্যান্ড পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। পরে তাকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে যাওয়ার সময় পুলিশের কাছ থেকে হেফাজত কর্মীরা মামুনুল হককে ছিনিয়ে নেয়।

এদিকে পরিস্থিতির অবনতি ঘটলে রিসোর্টের মধ্যে অবরুদ্ধ হয়ে পড়েন সোনারগাঁওয়ের উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আতিকুল ইসলাম, এসিল্যান্ড গোলাম মোস্তফা মুন্না, নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) টি আই মোশাররফ হোসেন, সোনারগাঁ থানার ওসি (তদন্ত) তবিদুর রহমানসহ অর্ধশতাধিক সাংবাদিক।

Share this post

scroll to top