এবার রান ভাগানোর সিদ্ধান্ত নিলেন নাসির হোসেন। জাতীয় লিগ শুরুর আগেই নাসির হোসেন ঘোষণা দিয়েছেন লিগের ছয় ম্যাচে ৮০০ থেকে ১ হাজার রান সংগ্রহের। কথা অনুযায়ী রানের জন্য মরিয়া হয়ে খেলছেন জাতীয় দলে ‘সাবেক’ হয়ে যাওয়া এই তারকা অলরাউন্ডার।
জাতীয় লিগের প্রথম রাউন্ডে ঢাকা বিভাগের বিপক্ষে প্রথম ইনিংসে ১১৫ রানের দুর্দান্ত ইনিংস খেলা রংপুরের এই তারকা ক্রিকেটার চলতি দ্বিতীয় রাউন্ডেও অনবদ্য ব্যাটিং করছেন।
সোমবার রংপুরের ক্রিকেট গ্রাউন্ডে দ্বিতীয় রাউন্ডের খেলায় টস জিতে ব্যাটিংয়ে নেমে তুষার ইমরানের সেঞ্চুরির পরও তরুণ পেসার মুকিদুলের গতিতে বিধ্বস্ত হয়ে ২২১ রানে অলআউট নুরুল হাসান সোহানের নেতৃত্বাধীন খুলনা।
জবাবে ব্যাটিংয়ে নেমে আরিফুল হক ও নাসির হোসেনের জোড়া ফিফটিতে ভর করে ৩৬৪ রান করে রংপুর বিভাগ। ১১৬ বল মোকাবেলা করে ৯টি বাউন্ডারির সাহায্যে ৬৬ রান করেন নাসির।
১৪৩ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ে নেমে দ্বিতীয় দিনের খেলা শেষে এক উইকেট হারিয়ে খুলনার সংগ্রহ ৪ রান। এখনও ১৩৯ রানে পিছিয়ে রয়েছে খুলনা।