ময়মনসিংহের নান্দাইল উপজেলার সিংরইল ইউনিয়নের বাকচান্দা এলাকার বাকচান্দা আব্দুস সামাদ একাডেমিতে আগুনে পুড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।
নান্দাইল ফায়ার সার্ভিসের ইনচার্জ আব্দুল মালেক বলেন, মঙ্গলবার বিকালে এ অগ্নিকাণ্ড ঘটে। স্কুল ভবনটি পরিত্যক্ত হওয়ায় স্থানীয় মাদকসেবীরা ওই ভবনে নেশা করতো। তাদের সিগারেটের আগুনে এ অগ্নিকাণ্ড ঘটতে পারে। তবে হতাহতের কোনো ঘটনা ঘটেনি। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট প্রায় দুই ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে।
স্কুলের প্রধান শিক্ষক মোঃ সুলতান আহম্মদ জানান, যে ভবনে আগুন লেগেছে সে ভবনের সাথে বিদ্যুৎতের কোন সংযোগ নেই। প্রতিষ্ঠানের সাথে এলাকার কারো কোন শত্রুতা নেই। তাই আগুন লাগার কারন সঠিক ভাবে বলা সম্ভব হচ্ছে না। তবে স্কুলে নতুন চারতলা ভবন নির্মাণ করার জন্য পুরাতন ভবনের সকল আসবাবপত্র পুড়ে যায়।