ময়মনসিংহে বালুভর্তি ট্রাকের চাপায় মা ও মেয়ে নিহত হয়েছে। মঙ্গলবার (২৩ মার্চ) বেলা আড়াইটার সময় মহানগরীর শম্ভুগঞ্জ এলাকার টোলবক্সের কাছে এই দুর্ঘটনাটি ঘটে। নিহতরা হলো রুবিনা আক্তার (২৮) এবং তার সাত মাস বয়সী শিশুকন্যা। এসময় আহত হয়েছে তার স্বামী রনি মিয়া (৩২)।
ময়মনসিংহ ট্রাফিক বিভাগের পুলিশ ইনসপেক্টর সৈয়দ মাহবুবুর রহমান জানান, দুপুরে নগরীর শম্ভুগঞ্জ এলাকার টোলবক্সের কাছে একটি বালুবাহী ট্রাকের সামনে ময়মনসিংহগামী মোটরসাইকেলটি উল্টে গেলে মোটরসাইকেল আরোহী রুবিনা ও তার শিশুকন্যা চাকার নিচে পড়ে যায়। এসময় রুবিনা চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যায়। আহত শিশু ও তার বাবা রনি মিয়াকে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে শিশুকন্যাটিকে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। মৃতদেহ ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালের লাশঘরে লাখা হয়েছে।