তৃতীয় শ্রেণী কর্মচারীদের ন্যূনতম বেতন গ্রেড ১১তম প্রদান, শিক্ষার্থী সংখ্যার অনুপাতে তৃতীয় শ্রেণী কর্মচারীর সংখ্যা বৃদ্ধিসহ পাঁচ দফা দাবিতে ময়মনসিংহে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান করা হয়েছে। সোমবার দুপুরে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে বাংলাদেশ বেসরকারী শিক্ষা প্রতিষ্ঠান তৃতীয় শ্রেণী কর্মচারী পরিষদ ময়মনসিংহ জেলা শাখার উদ্যোগে ঘন্টাব্যাপী মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন সংগঠনটির জেলা শাখার সভাপতি জসীম উদ্দিন, সাধারন সম্পাদক ছায়েদুল ইসলাম, মহানগর শাখার সভাপতি আবু বকর সিদ্দিক, সাধারন সম্পাদক দেবজিত সাহাসহ জেলা ও উপজেলার বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। অবিলম্বে তাদের দাবি দাওয়া মেনে না নিলে কঠোর আন্দোলনের হুশিয়ারীদেন বক্তারা। পরে জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি প্রদান করা হয়।