ঢাকাFriday , 19 March 2021
  1. Correspondent
  2. English News
  3. আজকের ময়মনসিংহ
  4. আদালত
  5. আন্তর্জাতিক সংবাদ
  6. ইসলাম ও জীবন
  7. এক্সক্লুসিভ ময়মনসিংহ
  8. করোনা আপডেট
  9. করোনায় সহযোগীতা
  10. খেলার সংবাদ
  11. চাকুরী
  12. ছবি গ্যালারী
  13. জাতীয় অহংকার
  14. জাতীয় নির্বাচন ২০১৮
  15. জাতীয় সংবাদ
আজকের সর্বশেষ সবখবর

ময়মনসিংহে করোনা আক্রান্তের সংখ্যা বাড়ছে

Link Copied!

Mymensingh-Covidময়মনসিংহে আবারও বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা। পরিসংখ্যান অনুযায়ী গত তিন দিনের চেয়ে সবচেয়ে বেশি সংখ্যক করোনা শনাক্ত হয়েছে ১৯ মার্চ আজ শুক্রবার। গত ২৪ ঘন্টায় ৭৬ জনের নমনুা পরীক্ষার মধ্যে ৭জনের নমুনাতেই কোভিড-১৯ শনাক্ত হয়েছে।

প্রাপ্ত তথ্য অনুযায়ী দেখা যায়, গত ১৬ মার্চ ১১২ জনের নমুনা পরীক্ষার মধ্যে ৪ জন, ১৭ মার্চ ৭৪ জনের নমুনা পরীক্ষার মধ্যে ৫ জন, ১৮ মার্চ ১২০ জনের নমুনা পরীক্ষার মধ্যে ৩জন ও ১৯ মার্চ ৭৬ জনের নমুনার মধ্যে ৭ জনের নমুনাতেই কোভিড-১৯ শনাক্ত হয়। আক্রান্তদের মধ্যে ময়মনসিংহ সদরের বাসিন্দার সংখ্যা বেশি রয়েছেন। ১৯ মার্চ আক্রান্তদের মধ্যে ৬জনই ময়মনসিংহ সদরের ও বাকি একজন গৌরীপুরের। ময়মনসিংহ সদরের আক্রান্তদের মধ্যে ব্রাহ্মপল্লী এলাকার সাইফুল ইসলাম নামের এক ডাক্তার রয়েছেন, চড়পাড়ার মো. মানিক, আর.কে মিশন রোডের ইসমত আরা নিপা ও নিপা, জেলা স্কুল রোডের মো. রাশেদ হোসেন চৌধুরী। এদিকে গৌরীপুরে আক্রান্ত মো রফিকুল ইসলামের বাড়ি উপজেলার ধরাইপুরে।

অপরদিকে, ময়মনসিংহ জেলা প্রশাসন, ময়মনসিংহ রেঞ্জ ডিআইজি ও জেলা পুলিশ সংক্রমণরোধে স্বাস্থ্যবিধি মেনে চলার তাগিদ দিচ্ছে, তবুও স্বাস্থ্যবিধি মেনে চলছে না সাধারণ মানুষ।

এ পর্যন্ত ময়মনসিংহ জেলায় মোট করোনা শনাক্ত হয়েছেন ৪৬৬২৩জন, মৃত্যু হয়েছে ৫৯ জনের ও মোট সুস্থ হয়েছেন ৪৫১৮জন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।