নেত্রকোনায় শেখ রাসেল ডিজিটাল ল্যাবের ১৬ ল্যাপটপ আত্মসাত

কৈলাটি ইউনিয়নের জনতা উচ্চ বিদ্যালয়ে শেখ রাসেল ডিজিটাল ল্যাবনেত্রকোনার কলমাকান্দা উপজেলার কৈলাটি ইউনিয়নের জনতা উচ্চ বিদ্যালয়ে শেখ রাসেল ডিজিটাল ল্যাব এর ১৬টি ল্যাপটপ আত্মসাতের অভিযোগ উঠেছে।

বুধবার সকাল ১১টায় সংবাদ সম্মেলন করে এ অভিযোগ তুলেছেন বিদ্যালয় পরিচালনা পরিষদের সাবেক সভাপতি ও প্রতিষ্ঠাতার ছেলে এবং দাতা সদস্যরা। নেত্রকোনা জেলা প্রেস ক্লাবের হল রুমে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

এ সময় লিখিত বক্তব্য পাঠ করেন সাবেক সহকারী শিক্ষক জয়নাল আবেদিন। তিনি অভিযোগ করেন বিদ্যালয়ের বর্তমান পরিচালনা পরিষদের সভাপতি প্রধান শিক্ষকের যোগসাজশে এসব ল্যাপটপ আত্মসাৎ করেছেন। তাদের বিরুদ্ধে আরও নানা দুর্নীতির অভিযোগ তোলেন তিনি।

এ সময় উপস্থিত ছিলেন বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক, দাতা সদস্য আব্দুল ওয়াদুদ বাচ্চু, বীর মুক্তিযোদ্ধা মো. আব্দুল মান্নান, বাবু চয়ন কন্তি ঘোষসহ এলাকার গণ্যমান্যরা।

Share this post

scroll to top