ময়মনসিংহে আনসার সদস্যর লাশ উদ্ধার

Dead-লাশ

ময়মনসিংহের পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউটে (বিনা) কর্মরত শশ্রী নয়ন মোদক (২৮) নামের এক আনসার সদস্যের মৃতদেহ উদ্ধার করা হয়েছে।

সোমবার (৮ মার্চ) সকাল ৬টার সময় বিনার পেছন গেটে আনসার বক্সে গামছা দিয়ে ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় শশ্রী নয়ন মোদকের মৃতদেহ উদ্ধার করা হয়। বিনার নিরাপত্তা পরিদর্শক ছিদ্দিকুর রহমান জানান, ফজরের নামাজের পর সাকলণ ৬টার দিকে বিনার ডিউটিরত অপর আনসার সদস্য জামিল হোসেন নয়ন মোদকের মৃতদেহ ফ্যানের সঙ্গে ঝুলতে দেখতে পায়। পরে খবর দিলে পুলিশ এসে নয়নের মৃতদেহ উদ্ধার করে।

তিনি আরও জানান, নিহত আনসার সদস্য নয়নের গ্রামের বাড়ি মৌলভীবাজারের শ্রীমঙ্গলে। নয়ন গত বছরের ১৫ ডিসেম্বর বিনায় আনসার সদস্যের দায়িত্বে যোগদান করেন।

নয়ন মোদকের মৃতদেহ উদ্ধাররের বিষয়টি নিশ্চিত করে কোতোয়ালি মডেল থানার ওসি ফিরোজ তালুকদার জানান, ময়নাতদন্তের জন্য মৃতদেহ ময়মনসিংহ মেডিক্যাল কলেজ মর্গে পাঠানো হয়েছে। তবে নয়ন মোদকের মৃত্যুর কারণ সম্পর্কে কিছুই জানাতে পারেননি তিনি।

Share this post

scroll to top