পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে নেত্রকোনার মদন উপজেলায় প্রতিপক্ষের মারধরে গুরুতর আহত হয়ে চিকিৎসাধীন অবস্থায় হাসপাতালে মাসুদ মিয়া (৩৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। মৃত মাসুদ উপজেলার নায়েকপুর ইউনিয়নের বাঁশরি গ্রামের ইজ্জত আলীর ছেলে।
রবিবার (৭ মার্চ) ভোরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় সে। মদন থানার অফিসার ইনচার্জ (ওসি) মাসুদুজ্জামান বিষয়টি সত্যতা নিশ্চিত করেছেন
তিনি জানান, উপজেলার বাঁশরী গ্রামের তানভীরের নিকট মাসুদ মিয়ার সাড়ে ৬ হাজার টাকা পাওনা ছিল। গতকাল শনিবার (৬ মার্চ) সন্ধ্যার পর তানভীরের নিকট পাওনা টাকা চাইতে গেলে কথা কাটাকাটি হয়। এর এক পর্যায়ে তানভীর উত্তেজিত হয়ে সাথে থাকা রোমানসহ মাসুদ মিয়াকে মুখে ও শরীরের বিভিন্ন অংশে কিল ঘুষি মারতে থাকে। এতে মাসুদ মিয়া মাটিতে পড়ে যায় এবং গুরুতর আহত হয়।
তিনি আরও জানান, পরে স্থানীয়রা রাতেই মদন উপজেলা স্বাস্থ্য কমেপ্লক্সে ভর্তি করলে রবিবার ভোরে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় মাসুদ। লাশ ময়না তদন্তের জন্য নেত্রকোনা আধুনিক সদর হাসপাতাল মর্গে পাঠানো হচ্ছে। ময়না তদন্ত শেষে আইনগত ব্যবস্থা নেয়া হবে।