নাটোরে মর্নিংওয়ার্ক করতে গিয়ে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন বিষ্ণুপদ নামে নাটোরের এক পুলিশ সদস্য। তিনি নাটোর পুলিশ লাইন্সে ছিলেন।
সোমবার (২২ ফেব্রুয়ারি) সকালে শহরের বড় হরিশপুর শ্মশানঘাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ লাইন্সের আরআই রমজান আলী খান তথ্যটি নিশ্চিত করেছেন।
তিনি জানান, সোমবার সকালে মর্নিংওয়ার্কে বের হন ওই পুলিশ সদস্য। এসময় হরিশপুর শ্মশানঘাটের ৫০ মিটার আগে তাকে কোনো দ্রুতগামী যান চাপা দেয়। স্থানীয় লোকজন তাকে সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার মৃত ঘোষণা করেন। সম্ভবত চাপা দেওয়া যানটি ট্রাক হবে বলে তিনি মনে করছেন।
নাটোর কোর্ট ইন্সপেক্টর আমিনুর রহমান জানান, বিষ্ণুপদ কোর্ট পুলিশ হিসেবে দায়িত্ব পালন করছিলেন। তিনি মর্নিংওয়ার্ক কালে তিনি কোর্টে আসছিলেন। সেখান থেকে তার হ্যান্ডকাফসহ প্রয়োজনীয় সামগ্রী নেওয়ার কথা ছিল।