স্ত্রী হত্যার অভিযোগে থানায় দায়েরকৃত হত্যা মামলার প্রধান আসামী ও নিহতের স্বামী মো: সুমন উদ্দিন (৩৫) কে গ্রেফতার করেছে পুলিশ। রামগতি উপজেলার বড়খেরী গ্রাম থেকে তাকে গ্রেফতার করে রামগতি থানা পুলিশ। সেই একই এলাকার নাছির উদ্দিনের পুত্র ও পেশায় একজন চা দোকানদার।
এ ব্যাপারে রামগতি থানার অফিসার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সোলাইমান জানান, বিগত ৮ বছর পূর্বে প্রেম করে সুমন নরসিংদী থেকে নিলা কে বিয়ে করে রামগতি নিয়ে আসে।
ঘটনার দিন শুক্রবার রাতে স্ত্রী তার বাপের বাড়ি যাওয়ার নিয়ে স্বামীর সাথে বিরোধ হয়। এই বিরোধের এক পর্যায়ে উভয়ে মধ্যে ঝগড়া হয়। এক পর্যায়ে সুমন তার স্ত্রী কে শ্বাসরোধ করে হত্যা করে বলে ধারণা করছে পুলিশ।
পরে মরদেহ কাপড় দিয়ে সিলিং ফ্যানের সাথে ঝুলিয়ে রেখে আত্মহত্যা করেছে বলে প্রচার করে সুমন।
এ ঘটনায় নিহত নিলার ভাই মাহবুব মিয়া বাদী হয়ে থানায় রাতেই একটি হত্যা মামলা দায়ের করে। পরে পুলিশ সুমন কে গ্রেফতার করে। তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হবে।
নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট হাতে পাওয়ার আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে বলে জানান ওসি।