আলুর বস্তায় মিললো ফেনসিডিল

ঠাকুরগাঁওয়ে আলু ভর্তি বস্তায় অভিনব কায়দায় পাচারকালে ভারতীয় আমদানি নিষিদ্ধ ২৪৮ বোতল ফেনসিডিলসহ মামুন নামে এক মাদক কারবারিকে আটক করেছে পুলিশ।

বুধবার (১৭ ফেব্রুয়ারি) রাত সাড়ে ১০টার দিকে শহরের বাসস্ট‌্যান্ড এলাকা থেকে এই মাদক জব্দ করা হয়।

বৃহস্পতিবার (১৮ ফেব্রুয়ারি) সকালে ঠাকুরগাঁও সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তানভিরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

আটক মামুন (৩০) বালিয়াডাঙ্গী উপজেলার উত্তর বালিয়াডাঙ্গী এলাকার খসিরুল আলমের ছেলে।

ওসি তানভিরুল ইসলামজনান, ফেনসিডিলগুলো হানিফ এন্টারপ্রাইজের এক গাড়িতে করে পঞ্চগড় থেকে ঢাকার উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছিলো। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে গাড়ির পিছনের লকারে থাকা আলুর বস্তা থেকে ফেনসিডিলগুলো জব্দ করা হয়। পরে সুপারভাইজারের সহযোগিতায় সেই বস্তার মালিককে শনাক্ত করে আটক করা হয়।

ওসি আরও জানান, আটক আসামি প্রাথমিকভাবে জড়িত থাকার কথা স্বীকার করেছেন। এর সঙ্গে আরও কেউ জড়িত আছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। এ বিষয়ে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

Share this post

scroll to top