সেভিয়ার বিপক্ষে ৩-২ গোলে ডর্টমুন্ডের রোমাঞ্চকর জয়

সেভিয়ার বিপক্ষে ৩-২ গোলের ব্যবধানে জয় পেয়েছে বরুশিয়া ডর্টমুন্ড। চ্যাম্পিয়নস লিগের শেষ ষোলোর প্রথম লেগে আরলিং ব্রট হালান্দের দুর্দান্ত পারফর্ম্যান্সে জিতেছে জার্মান ক্লাবটি।

ঘরের মাঠে শুরুতে এগিয়ে গিয়েছিল হুলেন লোপেতেগির দল। রেজেসের পাস থেকে সপ্তম মিনিটে ডর্টমুন্ডের জাল খুঁজে নেন ফার্নান্দেস সায়েজ। তবে সেই ব্যবধান বেশিক্ষণ ধরে রাখতে পারেনি সেভিয়া। হালান্দের পাস থেকে ১৯তম মিনিটে ডর্টমুন্ডকে সমতায় ফেরান মাহমুদ দাহহোদ।

সানচোর পাস থেকে ২৭তম মিনিটে ডর্টমুন্ডের ব্যবধান দ্বিগুণ করেন ২০ বছর বয়সী হালান্দ। বিরতিতে যাওয়ার আগে ব্যবধানটা আবারও বাড়িয়ে দেন হালান্দ। ৪৩তম মিনিটে রয়েসের পাস থেকে নিজের দ্বিতীয় গোলের দেখা পান হালান্দ।
ঘরের মাঠে পিছিয়ে পড়ে বিরতির পর ঘুরে দাঁড়াতে চেষ্টা করে সেভিয়া। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে তাদের সেই স্বপ্ন ফিকে হতে বসে। তবে ৮৪তম মিনিটে সমতায় ফেরার আশা আবারও জাগিয়ে তুলেন লুক ডি জং। অস্কার রদ্রিগেজের পাস থেকে ব্যবধানটা ৩-২ করেন এই সুইস ফরোয়ার্ড। তবে এরপর ডর্টমুন্ড আর কোনো সুবিধা করতে দেয়নি গোল শোধে মরিয়া সেভিয়াকে।

Share this post

scroll to top