বিশ্ব করোনা পরিস্থিতির ব্যাপক উন্নতি, সাড়ে ৪ মাসের মধ্যে সবচেয়ে কম সংক্রমণ

দীর্ঘদিন পর উন্নতির দেখা মিলল বিশ্ব করোনা পরিস্থিতির। কমতে শুরু করেছে প্রাণঘাতী এই ভাইরাসের সংক্রমণ। গত ২৪ ঘণ্টায় (সোমবার) ২ লাখ ৭২ হাজার ৯৪৩ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে, যা ৪ মাস ১১ দিনের মধ্যে সর্বনিম্ন। প্রায় সাড়ে ৪ মাসের মধ্যে একদিনে সবচেয়ে কম সংক্রমণ এটি।

এর আগে গত বছরের ৪ অক্টোবর ২ লাখ ৬১ হাজার ২২১ জনের করোনা শনাক্ত হয়। টিকা কার্যক্রমের জন্য বিশ্ব পরিস্থিতির এই সুফল দেখছে বলে মনে করা হচ্ছে।

এদিন গত তিন মাসের বেশি সময়ের মধ্যে করোনায় সবচেয়ে কম মৃত্যুও দেখেছে বিশ্ব।
গত ২৪ ঘণ্টায় (সোমবার) করোনায় মারা গেছেন আরও ৬ হাজার ৫৭৩ জন, যা ৩ মাস ৭ দিনের মধ্যে সর্বনিম্ন। এর আগে গত বছরের ৮ নভেম্বর ৬ হাজার ২৩৩ জন মারা যায়।

গত ৮ জানুয়ারি প্রায় ৮ লাখ সাড়ে ৪৫ হাজার জন করোনা সংক্রমিত হয়, যা এখন পর্যন্ত সর্বোচ্চ। এরপর থেকে করোনা সংক্রমণ নিম্নমুখী হয়।

গত ২০ জানুয়ারি করোনায় সর্বোচ্চ ১৭ হাজার ৫৯৪ জনের মৃত্যু হয়। এরপর ৭ ফেব্রুয়ারি ৮ হাজার ২২০ জন মারা যান।

এদিকে করোনার বৈশ্বিক সংক্রমণ দাঁড়িয়েছে প্রায় ১০ কোটি ৯৬ লাখ ৭৫ হাজারে। এখন পর্যন্ত মারা গেছেন ২৪ লাখ ১৮ হাজার ৭শ’র বেশি।

Share this post

scroll to top