হেফাজত নেতার উপর হামলাকারী যুবক গ্রেফতার

হেফাজত ইসলাম বাংলাদেশের নেতা মাওলানা মুফতি জসিমউদ্দিনকে ছুরিকাঘাতে হামলার প্রধান আসামিকে গ্রেফতার করা হয়েছে।

মো: মাসুম হাসান ইমরান প্রধান হামলাকারী বলে পুলিশ জানিয়েছে।

শুক্রবার (১২ ফেব্রুয়ারি) রাতে লালবাগ থানার অফিসার ইনচার্জ (ওসি) আশরাফ উদ্দিন বলেন, ‘ ঘটনার পর ঘটনাস্থল ও আশপাশের সিসি ফুটেজ সংগ্রহ করা হয়। সিসি ফুটেজ বিচার-বিশ্লেষণ করে ইমরান কে গ্রেফতার করা হয়। শনিবার (১৩ ফেব্রুয়ারি) তাকে আদালতে হাজির করে রিমান্ড চাওয়া হবে।

উল্লেখ্য গত ৯ ফেব্রুয়ারি বিকেলের দিকে লালবাগ শাহী মসজিদের সামনে মাওলানা জসিম উদ্দিন রিক্সা করে যাচ্ছিলেন। ইমরান ধারালো অস্ত্র দিয়ে ছুরিকাঘাত করেন। পরে জসিমউদদীনকে আহত অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে (ঢামেক) চিকিৎসা দেওয়া হয়।

Share this post

scroll to top