একসাথে ১৩০টি গাড়ির ভয়াবহ সংঘর্ষে মারা গেলো ৬জন

texus usএকই সাথে ১৩০টি গাড়ি দুর্ঘটনার শিকার হয়েছে যুক্তরাষ্ট্রের টেক্সাসে। এতে নিহত হয়েছেন অন্তত ৬ জন। ভয়াবহ এ দুর্ঘটনায় আহত হয়েছেন আরো অনেকে।

স্থানীয় সময় বৃহস্পতিবার টেক্সাস অঙ্গরাজ্যের ফোর্টওর্থ এলাকার একটি মহাসড়কে প্রথমে ফেডএক্স-এর দুটি লরি উল্টে যায়। এর পর পেছন থেকে দুমড়ে মুচড়ে যায় একের পর এক গাড়ি। পরে রাস্তার পাশে বহু গাড়ি উল্টে থাকতে দেখা যায়।

খবর পেয়ে হতাহতের উদ্ধারে অভিযান শুরু করে উদ্ধারকারী দল। বৈরি আবহাওয়ার কারণে এ দুর্ঘটনা বলে ধারণা স্থানীয় কর্তৃপক্ষের।

ফোর্ট ওয়ার্থ-এর দমকল বিভাগের প্রধান জিম ডেভিস বলেছেন, ভয়াবহ এই দুর্ঘটনার পর বহুমানুষ হতাহত হয়েছে এবং রাস্তায় দীর্ঘ জ্যাম তৈরী হয়েছিল। তবে আমরা দ্রুত উদ্ধার কাজ সম্পন্ন করেছি।

সূত্র : এপি

Share this post

scroll to top