খুলনায় সোহাগ পরিবহনের হেলপারকে কুপিয়ে হত্যা

Kill-Dead-হত্যাখুলনা নগরীর শিববাড়ী মোড় থেকে সাব্বির (২৬) নামে সোহাগ পরিবহনের এক হেলপারের লাশ উদ্ধার করা হয়েছে।

বাসের ভেতরেই তাকে কুপিয়ে হত্যা করা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। নিহত সাব্বির বাগেরহাটের বাসিন্দা।

সোনাডাঙ্গা মডেল থানার ওসি মো. মমতাজুল হক সাংবাদিকদের জানান, বৃহস্পতিবার রাতে সোহাগ পরিবহনের বাসটি (ঢাকা মেট্রো ব-১৪-৭১৫৩) নগরীর শিববাড়ী মোড়ে কাউন্টারের সামনে রাখা হয়।

এর পর চালক চলে গেলেও হেলপার সাব্বির বাসে থেকে যান বলে জানিয়েছেন কাউন্টারের লোকজন। সাব্বিরের মাথাসহ শরীরের বিভিন্ন অংশে ধারালো অস্ত্রের আঘাত রয়েছে। তার লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে।

Share this post

scroll to top