কৃষিবিদ দিবস উপলক্ষে সেজেছে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়

BAUবঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ১৯৭৩ সালের সালের ১৩ ফেব্রুয়ারি বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় প্রঙ্গনে এসে কৃষিবিদদের প্রথম শ্রেণীর মর্যাদা প্রদান করেন। এজন্যে ১৩ ফেব্রুয়ারিকে কৃষিবিদ দিবস হিসেবে পালন করেন কৃষিবিদরা। তাই কৃষি শিক্ষার আতুঁরঘর বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি) সেজেছে রঙিন আলোয়। বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবন, বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনা, রাস্তার গাছকে সাজিয়ে তোলা হয়েছে বিভিন্ন রঙের মিটমিট করা আলোয়। যা বিশ্ববিদ্যালয়কে দিয়েছে এক মায়াবী রূপ।

বর্ণাঢ্য আয়োজনে আগামী ১৩ ফেব্রুয়ারি (শনিবার) বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি) চত্বরে পালিত হবে কৃষিবিদ দিবস-২০২১ । বাকৃবির আয়োজনে এবং বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় অ্যালামনাই এসোসিয়েশনের সহযোগিতায়ে এ দিবসটি পালিত হবে।

জানা যায়, অনুষ্ঠানের শুরুতে (১৩ ফেব্রুয়ারি) সকাল ১০ টায় বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু চত্বরে বঙ্গন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ অর্পণ করা হবে। এর পর বিশ্ববিদ্যালয়ের শিল্পাচার্য জয়নুল আবেদিন মিলনায়তন কেন্দ্রে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হবে। এছাড়াও কৃষিবিদ দিবস উপলক্ষে কেক কাটা, সাংস্কৃতিক অনুষ্ঠান এবং আতশবাজি ও আলোকসজ্জা অনুষ্ঠিত হবে।

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. লুৎফুল হাসানের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ আওয়ামী লীগ উপদেষ্টা মন্ডলীর সদস্য তোফায়েল আহমেদ । বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ সরকারের মাননীয় কৃষি মন্ত্রী কৃষিবিদ আব্দুর রাজ্জাক , সংস্কৃতি বিষয়ক প্রতিমন্ত্রী কে এম খালিদ এবং ময়মনসিংহ সিটি করর্পোরেশনের মেয়র ইকরামুল হক টিটু। অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করবেন বাকৃবির ছাত্রবিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. এ. কে. এমজাকির হোসেন।

এসময় পরিকল্পনা কমিশনের সাধারণ অর্থনীতি বিভাগের সিনিয়র সচিব কৃষিবিদ অধ্যাপক ড. শামসুল আলম এবং বরিশালের ইউনির্ভাসিটি অভ গ্লোবাল ভিলেজের উপাচার্য কৃষিবিদ অধ্যাপক ড. মো. জাগাঙ্গীর আলম খানকে একুশে পদক-২০২০ প্রাপ্তিতে সম্মাননা প্রদান করা হবে।

Share this post

scroll to top