কুমিল্লায় মাদ্রাসার বেডিংয়ের নিচ থেকে ছাত্রের মরদেহ উদ্ধার

কুমিল্লার চান্দিনায় মাদ্রারাসাতুল আবরার নামে একটি কওমী মাদ্রাসার শিক্ষার্থীদের বেডিংয়ের নিচ থেকে রায়হান হোসেন (১০) নামে এক ছাত্রের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বুধবার রাতে উপজেলার বাড়েরা ইউনিয়নের নরসিংহপুর এলাকার ওই ছাত্রের মরদেহ উদ্ধার করা হয়।

বৃহস্পতিবার বিকালে এ রিপোর্ট লেখা পর্যন্ত মৃত্যুর ঘটনা নিশ্চিত হতে পারেনি পুলিশ। নিহত রায়হান হোসেন পাশ্ববর্তী ডুমুরিয়া গ্রামের অটো রিক্সা চালক মিজানুর রহমানের ছেলে।
নিহতের পিতা মিজানুর রহমান জানান, বুধবার সকাল ১১টায় মাদ্রাসা থেকে বাড়িতে এসে খাবার খেয়ে দুপুর ১টায় মাদ্রাসায় চলে যায়। সন্ধ্যায় মাদ্রাসার থেকে ফোন করে জানায়, আমার ছেলে মাদ্রাসায় যায়নি। পরবর্তীতে আমরা বিভিন্ন স্থানে মাইকিং করাসহ আত্মীয়-স্বজনদের বাড়িতে খোঁজাখুঁজি শুরু করি। রাত সাড়ে ১০টার পর মাদ্রাসার একজন শিক্ষক আমার বড় ভাই মোস্তফা মিয়ার ফোনে কল করে মাদ্রাসায় যাওয়ার জন্য বলেন। আমরা মাদ্রাসায় যাওয়ার পর ছাত্রদের বেডিং এর স্তুপের নিচে আমার ছেলের মরদেহ দেখান।

মাদ্রাসার দায়িত্বে থাকা শিক্ষক ক্বারী হারুনুর রশিদ জানান, সন্ধ্যায় আমরা হাজিরা ডাকার সময় রায়হানকে না পেয়ে খোঁজ নেই। তাকে না পেয়ে আমরা তার বাড়িতে খবর দেই। রাতে মাদ্রাসার ছাত্ররা ঘুমাতে যাওয়ার সময় বেডিং এর স্তুপ থেকে তাদের বেডিং নেওয়ার সময় ওই ছাত্রকে দেখে আমাদের ডেকে দেখান। কিন্তু কিভাবে ওই ছাত্রের মৃত্যু ঘটেছে আমরা বলতে পারছি না।

চান্দিনা থানার অফিসার ইনচার্জ শামসউদ্দীন মোহাম্মদ ইলিয়াছ জানান, আমরা রাতেই ঘটনাস্থল থেকে শিশু ছাত্রের মরদেহ উদ্ধার করি। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য শিক্ষকসহ চারজনকে আনা হয়েছে। মরদেহ ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

চান্দিনা ও দাউদকান্দি থানা সার্কেলের সহকারী পুলিশ সুপার আবু সালাম চৌধুরী জানান, ঘটনার বিষয়টি জানার পরপরই আমরা ঘটনাস্থলে যাই। এখন পর্যন্ত রহস্য উদঘাটনের চেষ্টা করছি।

Share this post

scroll to top