লক্ষীপুর সদর উপজেলার দত্তপাড়া ইউনিয়নে স্থানীয় সরকার প্রকৌশল বিভাগের একটি কালভার্ট নির্মাণে ঠিকাদারী প্রতিষ্ঠানের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ পাওয়া গেছে।
২০২০-২১ অর্থ বছরের প্রায় ১৮ লাখ ৩৩ হাজার টাকা ব্যয়ে নির্মাধিন এই কালভার্টের কাজে পুরাতন কালভার্ট ভেঙে পঁচা পাথর, নিম্নমানের বালি ও রড ব্যবহার করা হচ্ছে।
জানা গেছে, ঠিকাদারী প্রতিষ্ঠানটির নাম মেসার্স নিজাম ট্রেডার্স। এই প্রতিষ্ঠানের স্বত্ত¡াধিকারী নিজাম উদ্দিন চন্দ্রগঞ্জ ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি।
স্থানীয়দের অভিযোগের ভিত্তিতে মঙ্গলবার (৯ ফেব্রুয়ারি) দুপুরে সদর উপজেলার দত্তপাড়া ইউনিয়নের বটতলী গ্রামে সরেজমিনে গিয়ে কালভার্ট নির্মাণ কাজ পরিদর্শন করেন সদর উপজেলা এলজিইডির উপ-সহকারী প্রকৌশলী বেল্লাল হোসেন।
এসময় অনিয়মের প্রাথমিক সত্যতা পাওয়া গেলে কালভার্ট নির্মাণ কাজ বন্ধ করে দেন তিনি।
সদর উপজেলা এলজিইডির উপ-সহকারী প্রকৌশলী বেল্লাল হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন, মান সম্মত কাজ নিশ্চিত করতে সকলের সহযোগীতা প্রয়োজন।
এলাকাবাসীর অভিযোগের প্রেক্ষিতে ঘটনারস্থলে গিয়ে নির্মাণ কাজ করে বন্ধ করে দেওয়া হয়েছে।
অভিযোগের ব্যাপারে মেসার্স নিজাম ট্রেডার্স স্বত্ত¡াধিকারী নিজাম উদ্দিনের সাথে বিকেলে মোবাইলে যোগাযোগ করা হলে তিনি বলেন, পাথরের মান নিয়ে প্রশ্ন উঠার কারনে কাজ বন্ধ রাখার নির্দেশনা দেওয়া হয়েছে। পরবর্তীতে কাজের মান ঠিক রেখে শেষ করা হবে বলে জানান তিনি।