কিশোরগঞ্জের শহীদী মসজিদের খতিব শামসুল ইসলাম আর নেই

কিশোরগঞ্জের ঐতিহাসিক শহীদী মসজিদের খতিব ও ঐতিহ্যবাহী দ্বীনি শিক্ষাপ্রতিষ্ঠান আল জামিয়াতুল ইমদাদিয়ার শাইখুল হাদীস আল্লামা শামসুল ইসলাম আর নেই। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

শাইখুল হাদিস আল্লামা শামসুল ইসলামের জামাতা মাওলানা আমিনুল ইসলাম মামুন মৃত্যুর খবর নিশ্চিত করেছেন।

তিনি জানান, আল্লামা শামসুল ইসলাম প্রায় ১৯ দিন আইসিইউতে থাকার পর সোমবার দুপুর ২টার দিকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে ইন্তেকাল করেছেন। তার বয়স হয়েছিল ৬৮ বছর।

আল্লামা শামসুল ইসলাম দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত নানা জটিলতায় ভুগছিলেন। গত ১৯ জানুয়ারি তাকে প্রথমে কিশোরগঞ্জের শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছিল। সেখানে তার অবস্থার অবনতি ঘটলে ঢাকায় স্থানান্তর করা হয়। সেখানে প্রথমে আজগর আলী মেডিকেল কলেজ হাসপাতালে ও পরে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে ভর্তি করা হয়।

তার আত্মার মাগফিরাতের জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন পরিবারের সদস্যরা। তার মৃত্যুতে কিশোরগঞ্জসহ সারা দেশের আলেম সমাজ ও মুসল্লিদের মাঝে শোকের ছায়া নেমে এসেছে।

Share this post

scroll to top