১৪৩৯ জন অফিসার নেবে পাঁচ ব্যাংক

bd bankব্যাংকার্স সিলেকশন কমিটির সদস্যভুক্ত পাঁচটি ব্যাংকে ১৪৩৯ জনকে নিয়োগ দেওয়া হবে।

সম্প্রতি বাংলাদেশ ব্যাংকে এ সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়।

আবেদন করা যাবে আগামী ২২ ফেব্রুয়ারি পর্যন্ত https://erecruitment.bb.org.bd/ এই ঠিকানায়।

নিয়োগ বিজ্ঞপ্তি অনুযায়ী, সোনালী ব্যাংকে ৮৪৬, জনতা ব্যাংকে ১০৫, অগ্রণী ব্যাংকে ৪০০, রূপালী ব্যাংকে ৮৫ এবং বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংকে অফিসার (ক্যাশ) পদে তিনজনকে নিয়োগ দেওয়া হবে।

প্রার্থীকে স্বীকৃত কোনও বিশ্ববিদ্যালয় থেকে যেকোনও বিষয়ে স্নাতকোত্তর বা চার বছরের স্নাতক (সম্মান) ডিগ্রি থাকতে হবে।

২০২০ সালের পহেলা মার্চ পর্যন্ত আবেদনকারীর সর্বোচ্চ বয়স ৩০ বছর। তবে মুক্তিযোদ্ধার সন্তান ও প্রতিদ্বন্দ্বীদের ক্ষেত্রে বয়স ৩২ বছর।

Share this post

scroll to top