রাণীনগরে প্রথম টিকা নিলেন ইউএনও

Pic-Tika Raninagar,Naogaonনওগাঁর রাণীনগর উপজেলায় ইউএনও আল মামুনের প্রথম টিকা নেওয়ার মধ্য দিয়ে করোনা ভাইরাস (কোভিড-১৯) টিকাদান কর্মসূচি শুরু করা হয়েছে। সারাদেশের ন্যায় রবিবার সকাল ১০ টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে টিকা দান কর্মসূচি শুরু করা হয়। এ উপজেলায় প্রথম ধাপে টিকা পাবেন মোট ২ হাজার ৯৮৫জন।

রাণীনগর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা.ইফতেখারুল আলম খাঁন বলেন,কর্মসূচীর প্রথম দিনে প্রথম টিকা নিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: আল মামুন। এছাড়া তিনি নিজেসহ হাসপাতালের বিভিন্ন কর্মকর্তা-কর্মচারী এবং রাণীনগর থানার ওসি মো:শাহিন আকন্দসহ ১৯জন পুলিশ সদস্য টিকা নিয়েছেন। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে তিনটি টিকা দান কেন্দ্রে এই টিকা দেওয়া হচ্ছে প্রতিদিন সকাল ৯টা থেকে বিকেল ৩টা পর্যন্ত। এই উপজেলায় প্রথম ধাপে ২ হাজার ৯৮৫ জনকে টিকা দেওয়া হবে বলে জানিয়েছেন এই কর্মকর্তা

রাণীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আল মামুন বলেন,উপজেলায় আমি প্রথম টিকা নিয়েছি। ভয়ের কোনো কারণ নেই। তিনি উপজেলার সবাইকে সরকারি নিয়ম অনুযায়ী টিকা গ্রহণের আহবান জানান।#

Share this post

scroll to top