ময়মনসিংহের গৌরীপুরে পৌরসভা নির্বাচন চলাকালে দুই টিভি সাংবাদিক মাসুদ রানা ও নুরুজ্জামানের ওপর হামলা ও এনটিভির ক্যামেরা ভাঙচুরের প্রতিবাদে এবং হামলাকারিদের অবিলম্বে গ্রেফতার ও বিচারের দাবিতে মানববন্ধন কর্মসুচী পালন করেছে সাংবাদিকরা।
শনিবার সকালে ময়মনসিংহ প্রেসক্লাবের সামনে ঘন্টাব্যাপী মানববন্ধন কর্মসুচী চলাকালে বক্তব্য রাখেন ময়মনসিংহ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও টেলিভিশন রিপোর্টার্স ফোরামের সভাপতি বাবুল হোসেন, সিটি প্রেসক্লাব ও সাংবাদিক ইউনিয়ন ময়মনসিংহের সভাপতি আইয়ুব আলী, ময়মনসিংহ প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক, ময়মনসিংহ রিপোর্টার্স ইউনিটি ও সাংবাদিক ইউনিয়ন ময়মনসিংহের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, ময়মনসিংহ প্রেসক্লাবের কোষাধ্যক্ষ নিয়ামুল কবির সজল, সিটি প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মতিউল আলম, ময়মনসিংহ টেলিভিশন রিপোর্টার্স ফেরামের সাধারণ সম্পাদক আ ন ম ফারুক, সহসভাপতি কাজী মোহাম্মদ মোস্তফা মুন্না, ময়মনসিংহ ফটোজার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি নজীব আশরাফ, বিভাগীয় নারী সাংবাদিক ফোরামের আহবায়ক মাসরুফা সুলতানা মিমি। বক্তারা ৩০ জানুয়ারী ঘটনার পর সাতদিনে কোনো হামলাকারি গ্রেফতার না হওয়ায় ক্ষোভ প্রকাশ করে আগামী সাতদিনের মধ্যে গ্রেফতার ও বিচারের আওতায় আনার দাবি জানান। অন্যথায় বৃহত্তর কর্মসুচী ঘোষণা করা হবে বলে হুশিয়ার করেন।
কর্মসুচীতে দৈনিক দিনেরপালার সম্পাদক মোফাখখার হোসেন খোকন, ময়মনসিংহ প্রেসক্লাবের ক্রীড়া সম্পাদক শরীফুজ্জামজন টিটু, আরটিভির বিপ্লব বসাক, দৈনিক খবর পত্রের এম এ মোতালেব, বিভাগীয় নারী সাংবাদিক ফোরামের সাধারণ সম্পাদক নুরজাহান পারভীন, দেশটিভির ইলিয়াস আহমেদ, প্রথম আলোর জগলুল পাশা রুশো, ভোরের ডাকের সালাহউদ্দিন বেলাল, দৈনিক জনতার সিরাজুল ইসলাম, এশিয়ান টিভির আবু তোরাব রাসেল ও এম হোসেন বিনয়, দৈনিক সংগ্রামের ইমরান কবির, ঢাকা টাইমসের জয়নাল আবেদীন, দৈনিক সবুজের বার্তা সম্পাদক মইনুদ্দিন রায়হান ও স্টাফ রিপোর্টার সাইফুল ইসলাম, ময়মনসিংহ প্রতিদিন ডটকমের নির্বাহী সম্পাদক রাসেল হোসেন, মানবজমিনের ফটোসাংবাদিক ফকরুল আকন্দ, দৈনিক একুশের সংবাদের গোলাম কিবরিয়া পলাশ, বাংলার সমাচারের নুরে আলম চৌধুরী, বাংলা পত্রিকার জাকির হোসেন, প্রথম আলোর ফটোসাংবাদিক আনোয়ার হোসেন, ভোরের কাগজের রুহুল আমীন, আজকের বাংলাদেশের বার্তা সম্পাদক বাবলী আকন্দ, দেশকাল পত্রিকার অজয় সরকার, আমাদের কন্ঠের সুমন ভট্রাচার্য, ডেইলি ট্রাইবুনালের কামরুল হাসান, অনিন্দ্য বাংলার জান্নাতুল ফেরদৌস রানু, সাপ্তাহিক পশরের আব্দুল হামিদ ইমরান, সাপ্তাহিক আলাপসিংহের সম্পাদক নাজমুস সাকিব, সিটিজিভির আব্দুল কাদের তারা, শফিকুল ইসলাম, সোনালী শীষের ফটো সাংবাদিক মো. কামাল, সাপ্তাহিক ব্রহ্মপুত্রের ভারপ্রাপ্ত সম্পাদক আনিসুর রহমান ফারুক, আমাদের বানীর সম্পাদক মিজানুর রহমান, দৈনিক নয়া দিগন্তের গৌরীপুর প্রতিনিধি সাজ্জাতুল ইসলাম সাজ্জাত, নির্যাতিত টিভি সাংবাদিক মাসুদ রানা ও নুরুজ্জামানসহ প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকগণ উপস্থিত ছিলেন। ##