বাকৃবির সাবেক শিক্ষার্থীর একুশে পদক-২০২১ লাভ

ড.মির্জা আব্দুল জলিলবাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) সাবেক শিক্ষার্থী দেশবরেণ্য ভেটেরিনারিয়ান ড.মির্জা আব্দুল জলিল অর্থনীতি বিভাগে একুশে পদক -২০২১ এর জন্যে মনোনীত হয়েছেন। বৃহস্পতিবার (৪ ফেব্রুয়ারি) সংস্কৃতি বিষয়ক মন্ত্রনালয়ের যুগ্মসচিব অসীম কুমার দে স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

ড. মির্জা আব্দুল জলিল ১৯৩৭ সালের ১৯ মার্চ পাবনা জেলার বেড়া উপজেলার জয়নগর গ্রামে জন্মগ্রহণ করেন। তিনি বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় থেকে ১৯৬২ সালে পশুচিকিৎসা ও পশুপালন বিষয়ে বিএসসি এবং ১৯৬৪ সালে এমএসসি ডিগ্রি লাভ করেন। পরে তিনি অস্ট্রেলিয়ার সিডনি থেকে পশুপুষ্টির উপর পিএইচডি ডিগ্রি অর্জন করেন।

বর্তমানে তিনি বাংলাদেশ আওয়ামী লীগের উপদেষ্টা, বাংলাদেশ আওয়ামী লীগের জাতীয় কমিটির সদস্য এবং কৃষি ও সমবায় বিষয়ক উপকমিটির চেয়ারম্যান হিসেবে দ্বায়িত্ব পালন করছেন। এছাড়া প্রাইভেটাইজেশন কমিশনের চেযারম্যান, বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রনালয়ের সচিব, বাংলাদেশ কৃষকলীগের সভাপতি, বাংলাদেশ কৃষি ব্যাংকের চেয়ারম্যান, বাংলাদেশ কৃষি উন্নয়নের কর্পোরেশনের সভাপতি, প্রাণিসম্পদ অধিদপ্তরের ডিজি এবং কৃষিবিদ ইন্সটিটিউটের সভাপতি এবং সাধারণ সম্পাদক হিসেবে দ্বায়িত্ব পালন করেছেন।

Share this post

scroll to top