‘শেখ হাসিনার বারতা, নারী পুরুষ সমতা’, ‘জয়িতা অন্বেষণে বাংলাদেশ’ এই প্রতিপাদ্যে ময়মনসিংহে বিভাগীয় পর্যায়ের শ্রেষ্ঠ জয়িতাদের সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় ও ময়মনসিংহ বিভাগীয় কমিশনারের কার্যালয়ের আয়োজনে নগরীর টাউন হল অ্যাডভোকেট তারেক স্মৃতি অডিটোরিয়ামে এই অনুষ্ঠান হয়।
অনুষ্ঠানে ময়মনসিংহে বিভাগীয় পর্যায়ে ২০ জন নারীকে জয়িতা সম্মননা দেয়া হয়েছে। এ অনুষ্ঠানে ভার্চুয়াল পদ্ধতিতে প্রধান অতিথি ছিলেন মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী ফজিলাতুন নেসা ইন্দিরা এমপি। সাথে ভার্চুয়াল ভাবে যুক্ত ছিলেন মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় সিনিয়র সচিব কাজী রওশন আক্তার।
মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে বৃহস্পতিবার দুপুরে নগরীর টাউন হল অ্যাডভোকেট তারেক স্মৃতি মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে বিভাগীয় কমিশনার মো. কামরুল হাসানের সভাপতিত্বে বক্তব্য রাখেন রেঞ্জ ডিআইজি ব্যারিস্টার মো. হারুন-অর-রশিদ, অতিরিক্ত বিভাগীয় কমিশনার নিরঞ্জন দেবনাথ, মহিলা বিষয়ক অধিদপ্তর উপ-পরিচালক ফেরদৌসী বেগম প্রমুখ।
এসময় বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প সমিতি (নাসিব) ময়মনসিংহ মহানগর সভাপতি মো. জহিরুল ইসলাম আকন্দ গাজী লিটন, নারী উদ্যোক্তা জাহানারা বেগম পপিসহ বিভিন্ন নারী উদ্যোক্তারা উপস্থিত ছিলেন।
জয়িতা তোমরাই বাংলাদেশের বাতিঘর এ শ্লোগানে প্রতিবছরের মতো জয়িতা অন্বেষন করে আসছে মহিলা ও শিশু বিষয়ক অধিদপ্তর। এরই ধারিাবাহিকতায় তৃনমুলের সংগ্রামী নারীদের উজ্জীবিত ও অনুপ্রাণিত করার লক্ষ্যে সমাজের বিভিন্ন ক্ষেত্রে স্বীকৃতি প্রদানের জন্য মহিলা বিষয়ক অধিদপ্তর জয়িতা অস্বেষণে বাংলাদেশ শীর্ষক কার্যক্রমে ২০২১ সালে পাঁচ ক্যাটাগরীতে ময়মনসিংহ বিভাগে সর্বমোট ২০ জন শ্রেষ্ঠ জয়িতাদের সংবর্ধনা দেয়া হয়েছে।###