বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) সাবেক উপাচার্য বিশিষ্ট শিক্ষাবিদ বিজ্ঞানী ড. মুহাম্মদ হোসেনের ২১ তম মৃত্যুবার্ষিকী আজ। ২০০০ সালের ৪ ফেব্রুয়ারি সড়কপথে সীতাকুণ্ডে ফেরার সময় গাড়ি দুর্ঘটনায় মর্মান্তিকভাবে প্রাণ হারান তিনি। আট ফুট পানির নিচ থেকে উদ্ধার করে শ্বাস-প্রশ্বাস ফিরিয়ে আনার পরও তাকে বাচাঁনো সম্ভব হয়নি। মৃত্যুকালে তিনি স্ত্রী, একপুত্র, দুই কন্যা, নাতি-নাতনিসহ আত্নীয়স্বজন, ছাত্রছাত্রী, গুণগ্রাহী রেখে গেছেন।
ড. মুহাম্মদ হোসেন চট্রগ্রামের সীতাকুণ্ড উপজেলার বাড়বকুণ্ড ইউনিয়নের মাহমুদাবাদ গ্রামের এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তার বাবার নাম এমদাদুল হক এবং মায়ের নাম হাজেরা খাতুন। তিনি ১৯৫৬ সালে আইএসসি পরীক্ষায় পাস করেন। তিনি ১৯৫৮ সালে ফ্যাকাল্টি স্কলারশিপ নিয়ে বিএসসি এবং ১৯৬০ সালে প্রাণ-রসায়নে এমএসসি ডিগ্রি লাভ করেন। ১৯৬১ সালে টেক্সাস এ এন্ড এম বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি ডিগ্রি অর্জন করেন।
তিনি ১৯৬২ সালে বাকৃবিতে প্রাণ-রসায়নের প্রথম শিক্ষক হিসেবে যোগদান করেন। তিনি এ বিভাগের উন্নয়ন ও বিকাশে বিশেষ ভূমিকা রাখেন। পরে পর্যায়ক্রমে তিনি অধ্যাপক পদে পদায়ন পান। তিনি ১৯৯৬ সালের ১৪ নভেম্বর উপাচার্য হিসেবে দ্বায়িত্ব গ্রহণ করেন। এর আগে তিনি অনুষদীয় ডিন, প্রভোষ্ট এবং বিভাগীয় প্রদান হিসেবে দ্বায়িত্ব পালন করেন।