করোনায় ময়মনসিংহে ৫৮ জনের মৃত্যু : সবচেয়ে বেশি মৃত্যু মুক্তাগাছায়

Mymensingh-Coronaময়মনসিংহে করোনায় আক্রান্ত হয়ে সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে মুক্তাগাছা থানায়। এছাড়া ২০২০ সালের ১০ মার্চ থেকে জেলায় মোট করোনায় মারা গেছেন ৫৮জন।

পরিসংখ্যান অনুযায়ী, প্রাণঘাতী করোনাভাইরাসে ময়মনসিংহ জেলায় আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা বর্তমানে নিম্নগতির। গতবছরের ১০ মার্চ থেকে ময়মনসিংহ সদর ও সিটি কর্পোরেশন এলাকায় মারা গেছেন ১৯জন, নান্দাইলে ৩জন, ঈশ্বরগঞ্জে ২জন, গৌরীপুরে ১জন, ফুলপুরে ৫ জন, তারাকান্দায় ১ জন, হালুয়াঘাটে মুত্যৃ নেই, ধোবাউড়ায় ১জন, মুক্তাগাছায় ৬জন, ফুলবাড়িয়ায় ৫ জন, ত্রিশালে ৫জন, ভালুকায় ৫জন, গফরগাঁওয়ে ৫জন।

এছাড়া মমনসিংহ জেলায় কোভিড-১৯ এ আক্রান্ত ২৮২০ রোগীর মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরছেন ময়মনসিংহ সদর ও সিটি কর্পোরেশন এলাকার ২০৪৪জন, ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল ও এস.কে হাসপাতাল থেকে ৫৭৮জন, নান্দাইলের ৭৪জন, ঈশ্বরগঞ্জের ১৫৫জন, গৌরীপুরের ৪১জন, ফুলপুরের ১১৮জন, তারাকান্দার ৫১জন, হালুয়াঘাটের ১৬৮জন, ধোবাউড়ার ৭৫জন, মুক্তাগাছার ২২১জন, ফুলবাড়িয়ার ৭৬জন, ত্রিশালের ১৭৪জন, ভালুকার ৩৩৯জন, গফরগাঁওয়ের ১০৯জন।

Share this post

scroll to top