পুতিনের প্রাসাদ নিজের বলে দাবি করলেন রুশ ধনকুবের

Rushরুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের মালিকানাধীন একটি বিলাসবহুল অট্টালিকা নিজের বলে দাবি করেছেন আকার্দি রোটেনবার্গ নামের দেশটির একজন ধনকুবের।

তিনি বলেন, কৃষ্ণ সাগরে বিলাসবহুল অট্টালিকাটির মালিক আমি, প্রেসিডেন্ট পুতিন না।

গত সপ্তাহে বিশাল এই প্রাসাদ নিয়ে চালানো এক তদন্তের খবর সামাজিকমাধ্যমে ভাইরাল হয়। তাতে ভবনটি নিজের বলে দাবি করেন পুতিনবিরোধী অ্যালেক্সে নাভালনি।

দশ কোটি মানুষ ইতোমধ্যেই এই তদন্তের কেন্দ্রে থাকা প্রাসাদের ভিডিওটি দেখেছেন।

সপ্তাহের গোড়াতে প্রেসিডেন্ট পুতিন বলেন, নাভালনি নিজের প্রাসাদ দাবি করে যে অট্টালিকার ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়েছেন, সে প্রাসাদ কখনই তার নয়।

এরপর শনিবার রোটেনবার্গ প্রকাশ্যে বিলাসবহুল মেনসনটি নিজের বলে দাবি করেন।

তাকে উদ্ধৃত করে তার তথ্য বিভাগ জানায়, কয়েক বছর আগে এই অট্টালিকা সংশ্লিষ্ট কিছু পাওনাদারের সঙ্গে আমার একটি চুক্তি হয়। এরপর এই সম্পত্তির মালিকানা আমার হাতে আসে।

Share this post

scroll to top