৬৪ জেলার পুলিশ সুপারই পদক দাবি করছেন

পদক দাবি করেছেন ৬৪ জেলার পুলিশ সুপারই। সুষ্ঠুভাবে এবং কোনো বড় ধরনের নাশকতা ছাড়াই একাদশ জাতীয় সংসদ নির্বাচন সম্পন্ন করার স্বীকৃতি হিসেবে তারা এ পদক দাবি করছেন বলে একাধিক সূত্র জানিয়েছে।

প্রধানমন্ত্রী সম্মতি দিলে এই প্রথম একযোগে ৬৪ জেলা পুলিশ সুপারসহ তিন শতাধিক পুলিশ কর্মকর্তা পদক পাবেন।

পুলিশ বাহিনীতে পদকপ্রাপ্তি একটা বড় সম্মানের বিষয়। কর্মক্ষেত্রে সাহসিকতা, বীরত্বপূর্ণ কাজ, দক্ষতা ও প্রশংসনীয় কাজের জন্য পুলিশ বাহিনীতে প্রতি বছর পদক দেয়া হয়।

এর আগে ২০১৭ সালে ১৩২ জন ও ২০১৮ সালে ১৮২ জনের হাতে পদক তুলে দেন প্রধানমন্ত্রী। পুলিশ সপ্তাহে এই পদক প্রদান করা হয়।

জানা গেছে, এবারে পদকের সংখ্যা আগের তুলনায় বাড়বে। পুলিশ সদর দফতর থেকে এবার ৬৪ জেলা পুলিশ সুপারকে পদক দেয়ার প্রস্তাব করা হলে এ সংখ্যা তিন শতাধিক হতে পারে।

Share this post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top