রাণীনগরে ৪ জুয়ারী আটক থানায় মামলা

Arrest-আটকনওগাঁর রাণীনগর থানাপুলিশ অভিযান চালিয়ে ৪ জুয়ারীকে আটক করেছে। এঘটনায় আটককৃতদের বিরুদ্ধে জুয়া আইনে মামলা রুজু করে বুধবার সকালে আদালতে প্রেরণ করা হয়েছে।

রাণীনগর থানার ওসি মো: শাহিন আকন্দ বলেন, উপজেলার শিবের মাধাইমুড়ি গ্রামে তাসের মাধ্যমে জুয়া খেলা হচ্ছে। গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার সন্ধ্যায় একডালা অস্থায়ী পুলিশ ক্যাম্প ইনচার্জ এএসআই জহুরুল ইসলাম ফোর্স নিয়ে অভিযান পরিচালনা করেন। এসময় শিবের মাধাইমুড়ি থেকে ওই গ্রামের আফছার আলীর ছেলে আবু তালেব (৩৭),মকছেদ আলীর ছেলে আব্দুল আজিজ (৫২),কাবেজ আলীর ছেলে আব্দুল মান্নান ওরফে হকো (৪৫) এবং মৃত শুকবর আলীর ছেলে মোহাম্মদ আলী ওরফে আলী (৫০) কে আটক করে। আটককালে জুয়ার বোর্ড থেকে ১৯শত টাকা ও জুয়ার সরঞ্জমাদী উদ্ধার করা হয়। এঘটনায় রাতেই জুয়া আইনে মামলা রুজু করে বুধবার সকালে আদালতে প্রেরণ করা হয়েছে।#
কাজী আনিছুর রহমান

Share this post

scroll to top