লক্ষীপুরে ৪২ তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উদ্বোধন

লক্ষ্মীপুরে ৪২ তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উদ্বোধন pic-2কৃষি জমি বিজ্ঞান সম্মত ব্যবহার এমন প্রতিপাদ্য কে সঙ্গে নিয়ে (২৬-২৮ জানুয়ারী) ৪২ তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ, বিজ্ঞান মেলা উপলক্ষে উদ্বোধনী অনুষ্ঠান মঙ্গলবার সকালে সদর উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয়।

জেলা প্রশাসনের আয়োজনে এবং বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক মন্ত্রনালয়, জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরের যৌথ সহযোগীতায় আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মো: আনোয়ার হোছাইন আকন্দ।

বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার রিয়াজুল কবির, জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এ্যাড: নুর উদ্দিন চৌধুরী নয়ন, ল²ীপুর সরকারী কলেজের অধ্যক্ষ প্রফেসর মোহাম্মদ মাহবুবুল করিম, সরকারী মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর প্রসূন চন্দ্র মজুমদার, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মাসুম, জেলা শিক্ষা অফিসার আবদুল মতিন, সহকারী কমিশনার রিপা মণি দেবী প্রমুখ।

বিজ্ঞান সপ্তাহ উপলক্ষে বিজ্ঞান মেলা, বির্তক প্রতিযোগীতা, বিজ্ঞান ভিত্তিক উপস্থিত বক্তৃতা, জাতীয় বিজ্ঞান অলিম্পিয়াড, প্রকল্প প্রদর্শনীসহ বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

আগামী ২৬ জানুয়ারী বিকেলে পুরুষ্কার বিতরনী ও সমাপনী অনুষ্ঠানের মাধ্যমে শেষ হবে এই বিজ্ঞান সপ্তাহ।

Share this post

scroll to top