ময়মনসিংহের ভালুকা পৌরসভা নির্বাচনে ধানের শীষ প্রতীকের প্রার্থী আলহাজ হাতেম খান তার নির্বাচনী প্রচারণায় বাধা, পোস্টার ও মাইক ভাঙচুরসহ বিভিন্ন অভিযোগে সংবাদ সম্মেলন করেছেন। রোববার ভালুকা বাজারে তার নিজস্ব কার্যালয়ে সংবাদ সম্মেলনটি অনুষ্ঠিত হয়। আসছে ৩০ জানুয়ারি ভালুকা পৌরসভা নির্বাচন অনুষ্ঠিত হবে।
এ সময় হাতেম খান বলেন, লুট নয়, ভোট চাই। ভোটাররা যাতে নির্বিঘ্নে পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারেন সে জন্য সুন্দর সুষ্ঠু পরিবেশ তৈরি করার জন্য প্রশাসনের কাছে আপনাদের মাধ্যমে জোর দাবি জানাচ্ছি। তিনি অভিযোগ করেন, নৌকার মনোনীত প্রার্থীর লোকজন বিশাল মোটরসাইকেল শোডাউন করে এলাকায় ভীতির সৃষ্টি করছেন, তা ছাড়া বিভিন্ন ওয়ার্ডে তার প্রচার মাইক ভাঙচুর করছে। পোস্টার ছিঁড়ে ফেলছে। বহিরাগতরা পৌরসভায় প্রবেশ করে নৌকাবিরোধী নেতাকর্মী ও সাধারণ ভোটারদের ভয়ভীতি দেখাচ্ছে। হুমকির কারণে গত শনিবার আমি নির্বাচনী প্রচারণা বন্ধ রাখি। পরে সরাসরি নির্বাচন অফিসারের সাথে সাক্ষাৎ করে প্রচারণায় বাধা আসবে না মর্মে আশ্বস্ত করা হলে রোববার বিকেল থেকে আবারো প্রচারণায় যাই।