লক্ষীপুরে বাসায় প্রবেশ করে ভীতি প্রদর্শন করে লুট করার ঘটনায় ৪ জন আটক

লক্ষ্মীপুরে বাসায় প্রবেশ করে ভীতি প্রদর্শন করে লুট করার ঘটনায় ৪ জন আটক pic-1লক্ষীপুর পৌরসভার ৬ নং ওয়ার্ড বাঞ্চানগর গ্রামের নজিব ম্যানশনের ৩য় তলায় প্রবেশ করে ছুরিসহ অন্যান্য মালামাল নিয়ে জনৈক নজিব উল্যার স্ত্রী ও সন্তানদের ভয় ভীতি প্রদর্শন করে লুট করার সময় স্থানীয় লোকজনের সহযোগীতায় পুলিশ মো: শাহরিয়া হাসান নামে একজন কে গত শনিবার রাতে আটক করে।

পরে তার দেওয়া তথ্য মতো পুলিশ অভিযান চালিয়ে সদর উপজেলার লাহারকান্দি ও নোয়াখালী জেলার চৌমুহনী থেকে মোঃ ইমামুজ্জামান, আরিফ হোসেন, মাহমুদুল হাসান কে আটক করে।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: আজিজুর রহমান মিয়া বলেন, এ ঘটনায় সদর থানায় আইন শৃঙ্খলা বিঘ্নকারী অপরাধ (দ্রুত বিচার) সংশোধনী ২০১৯ এর ৪(১) মোতাবেক একটি মামলা দায়ের করার পর আটককৃতদের গ্রেফতার দেখিয়ে রোববার বিকেলে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়।

Share this post

scroll to top