লক্ষীপুরে বিটিসিএল কার্যালয়ের কল সেন্টার এখন মাদকসেবী ও কিশোর গ্যাংদের আড্ডা খানা

Laxmipurবাংলাদেশ টেলিকমিউনিকেশন কোম্পানি লি. (বিটিসিএল) লক্ষীপুর জেলা কার্যালয়ের কল সেন্টার পরিত্যাক্ত অবস্থায় দীর্ঘ দিন থেকে পড়ে আছে। এ সুযোগে দিনে ও রাতে বেলায় মাদকসেবী ও কিশোর গ্যাংদের আড্ডা খানায় পরিণত হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।

কার্যালয় সূত্রে জানা গেছে, এই ভবণটি পরিত্যাক্ত ঘোষণা করার জন্য ইতিমধ্যে জেলা গণপূর্ত অধিদপ্তরে পত্র প্রেরণ করা হয়েছে। এ দিকে সম্প্রতি সরেজমিনে গেলে কার্যালয়ের পাশে দিনে দুপুরে কিশোর গ্যাংদের আড্ডা বিষয়টি প্রতিবেদকের চোখে ধরা পড়ে।

এ ব্যাপারে (বিটিসিএল) লক্ষীপুর জেলা কার্যালয়ের এম এল এস এস কামাল উদ্দিন বলেন, কল সেন্টার ভবণটি অরক্ষিত অবস্থায় পড়ে। ভবণটি ভেঙ্গে নতুন করে একটি নির্মাণ করে কর্মকর্তা, কর্মচারীদের থাকার সুযোগ তৈরি করা যেতে পারে। আমরা কর্তৃপক্ষের কাছে সেই দাবী যাতে ভবণটি বসবাস করার উপযোগী করা হয়।  কার্যালয়ের উপসহকারী প্রকৌশলী মো: জাফর আহমেদ বলেন, কল সেন্টার ভবণটি প্রায় ১০-১২ বছর ধরে অরক্ষিত অবস্থায় পড়ে আছে।

এ সুযোগ বিভিন্ন সময়ে মাদকসেবীদের আড্ডাখানা হিসেবে তৈরি হয়েছে স্থানটি। ইতিমধ্যে পত্রের মাধ্যমে গণপূর্ত কে ভবণটি পরিত্যাক্ত ঘোষণা করার জন্য অনুরোধ জানানো হয়েছে।

এ ছাড়া প্রতিষ্ঠানের কোন নৈশ প্রহরী পদ না থাকার কারণে সরকারের কোটি কোটি টাকার সম্পদ অরক্ষিত থেকেই যাচ্ছে। নিরাপত্তার জন্য প্রতিষ্ঠানে কোন বাউন্ডারী ওয়াল নেই।

সহকারী প্রকৌশলী (ভারপ্রাপ্ত) মো: মনিরুজ্জামান বলেন, কলসেন্টার ভবণটি অরক্ষিত অবস্থায় পড়ে আছে। বিষয়টি কর্তৃপক্ষে কে অবহিত করা হয়েছে। বরাদ্দ পেলে নতুন ভবণ নির্মাণ করে তা ব্যবহারের জন্য উপযোগী করা হবে। উর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনা ছাড়া আমাদের কিছুই করার নেই।

Share this post

scroll to top