‘আশ্রয়ণের অধিকার শেখ হাসিনার উপহার’ মুজিব শতবর্ষ উপলক্ষ্যে নেত্রকোনার পূর্বধলা উপজেলার ৬ ইউনিয়নে বাস্তহারা গৃহহীন, ভূমিহীন মানুষের ৫৩টি স্বপ্নের ঠিকানা নির্মাণ কাজ এখন শেষ পর্যায়ে।
বুধবার (১৩ জানুয়ারি) অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) নিরঞ্জন দেবনাথ প্রধানমন্ত্রীর বিশেষ উদ্যোগ প্রকল্প পরিদর্শন করেছেন।
আগামী ২০ জানুয়ারি প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা আনুষ্ঠানিকভাবে ভিডিও কনফারেন্সের মাধ্যমে এ স্বপ্নের ঠিকানা উদ্বোধন করবেন।
বৃহস্পতিবার (১৪ জানুয়ারি) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন পূর্বধলা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) উম্মে কুলসুম।
ইউএনও জানান, প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়ার স্বপ্ন বাস্তবায়নে গৃহহীন, ভূমিহীন মানুষের জন্য সরকারি খাস জমিতে এ উপজেলায় ৫৩টি পরিবারকে বাতিঘর নির্মাণ করে দিচ্ছেন। আর এ নির্মাণ কাজ এখন প্রায় শেষ পর্যায়ে।
উপজেলার পূর্বধলা সদর, জারিয়া, ধলামূলগাঁও, খলিশাউড়, বিশকাকুনী ও নারান্দিয়া এই ৬টি ইউনিয়নে ৫৩ ঘর নির্মাণে এ প্রকল্পে মোট ব্যয় ধরা হয়েছে ৯০ লাখ ৬৩ হাজার টাকা। প্রতিটি ঘরে ব্যয় হচ্ছে ১ লাখ ৭১ হাজার টাকা।