কিশোরগঞ্জ সদর উপজেলার চৌদ্দশত এলাকায় দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে লিটন মিয়া (৩৫) নামে এক ট্রাক চালকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় সাজ্জাদ (২১) ও রাসেল (১৮) নামে আরও দুইজন আহত হয়েছেন।
বুধবার (৬ জানুয়ারি) সকালে কিশোরগঞ্জ-ভৈরব আঞ্চলিক সড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত লিটন মিয়া (৩৫) পাকুন্দিয়া উপজেলার চর পাড়াতলা গ্রামের মৃত সোনা মিয়ার ছেলে।
আহতরা হলেন- শেরপুর জেলা সদরের কুলুরচর গ্রামের আলাল উদ্দিনের ছেলে সাজ্জাদ (২১) ও একই গ্রামের সাইজ উদ্দিনের ছেলে রাসেল (১৮)।
স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার (৬ জানুয়ারি) সকালে পাথরবাহী একটি ট্রাকের সঙ্গে অপর একটি ট্রাকের সংঘর্ষ হয়। এতে তিনজন আহত হন। স্থানীয়রা আহতদের উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে লিটনের মৃত্যু হয়। আহত অপর দুইজনকে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ (মমেক) হাসপাতালে পাঠানো হয়।
কটিয়াদী হাইওয়ে পুলিশের ইনচার্জ পরিদর্শক আব্দুস সোবহান বিষয়টি নিশ্চিত করেছেন।