সিলেটের গোলাপগঞ্জে একটি ট্রাককে পেছন থেকে ধাক্কার পর মাইক্রোবাসের সিলিন্ডার বিস্ফোরিত হয়ে তিনজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো তিনজন।
বুধবার ভোরে গোলাপগঞ্জের হেতিমগঞ্জ বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। আগুনে মাইক্রোবাসটি পুড়ে গেছে। তাৎক্ষণিকভাবে হতাহতদের পরিচয় জানা যায়নি। তবে তাদের বাড়ি বিয়ানীবাজারের চারখাই এলাকায়।
গোলাপগঞ্জ থানার ওসি হারুনুর রশিদ এ খবর নিশ্চিত করেছেন।
তিনি বলেন, সিলেট জকিগঞ্জ সড়কের পশ্চিম বাজারে একটি মালবাহী ট্রাককে জকিগঞ্জ থেকে সিলেটগামী মাইক্রোবাস পেছন থেকে ধাক্কা দেয়। এ সময় মাইক্রোবাসের সিলিন্ডারে আগুন ধরে যায় এবং ঘটনাস্থলেই তিনজন পুড়ে মারা যান।
খবর পেয়ে ফায়ার সার্ভিস ও পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠায়। আর আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানান এ পুলিশ কর্মকর্তা।