নিখোঁজের একদিন পর ডোবা থেকে শিশুর লাশ উদ্ধার

রংপুরে নিখোঁজের একদিন পর বাড়ির পাশের একটি ডোবা থেকে মাইশা আক্তার (৪) নামে এক শিশুর লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহত মাইশা ওই এলাকার মনোয়ার হোসেনের মেয়ে।

আজ মঙ্গলবার সকালে নগরীর ১৪নং ওয়ার্ডের বড়বাড়ি সরকারপাড়া গ্রামের একটি ডোবা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত মাইশার চাচা আনোয়ার হোসেন জানান, সোমবার দুপুর থেকে নিখোঁজ হয় মাইশা। সন্ধ্যা পর্যন্ত তাকে খুঁজে না পাওয়ায় রাতে মাইকিং করা হয়।
আজ সকালে প্রতিবেশী মতিনের বাড়ি সংলগ্ন ডোবায় তার মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেওয়া হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে তার মরদেহ উদ্ধার করে। নিহত মাইশার গলায় ও কানে আঘাতের চিহ্ন রয়েছে বলেও তিনি জানান।

মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (অপরাধ) শহিদুল্লাহ কাওছার জানান, শিশুটির লাশ উদ্ধার করা হয়েছে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

Share this post

scroll to top