ময়মনসিংহের সীমান্তে গুলিতে নিহত বাংলাদেশীর খবরকে ভিত্তিহীন বললো বিএসএফ

BSFময়মনসিংহের হালুয়াঘাট সীমান্তে গত বৃহস্পতিবার বিএসএফরে গুলিতে হত্যাকাণ্ডের খবর নাকচ করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।

শুক্রবার সন্ধ্যায় এক টুইট বার্তায় বিএসএফ মেঘালয় জানায়, বাংলাদেশের মহল বিশেষের পক্ষ থেকে গত ২৪ ডিসেম্বর বিএসএফের বিরুদ্ধে হত্যার অভিযোগ দৃশ্যত পুরোপুরি ভিত্তিহীন। দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর মহাপরিচালক পর্যায়ে বৈঠক চলার সময় এ ধরনের তথ্য দিয়ে বিএসএফের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ আনা হয়েছে।

বিএসএফ মেঘালয় আরো জানায়, যে হত্যার জন্য বিএসএফের বিরুদ্ধে প্রচারণা চালানো হচ্ছে তা ঘটেছে বাংলাদেশ ভূখন্ডে এবং সীমান্ত রেখা থেকে বাংলাদেশের ২০০ মিটার ভেতরে। এর সঙ্গে বিএসএফের দূরতম সম্পর্কও নেই।

দুই বন্ধু রাষ্ট্রের মধ্যে যখন আলোচনা এগিয়ে চলছে তখন এভাবে এমন মিথ্যা অভিযোগ করা অসমীচীন নয় বলে জানিয়েছে বিএসএফ মেঘালয়।

Share this post

scroll to top