করোনাভাইরাসের মহামারীর মধ্যেও দেশের ৬০ জেলায় বিএনপির সহযোগী সংগঠন জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের কমিটি গঠন করা হয়েছে। সংগ্রহ করা হয়েছে প্রায় ১৪ হাজার সদস্য। তবে এখনো সংগঠনটির সুপ্রিম কোর্ট বার, ঢাকা বার এবং ময়মনসিংহ, নরসিংদী, দিনাজপুর ও পঞ্চগড় জেলার কমিটি গঠন বাকি রয়েছে। আগামী জানুয়ারির মধ্যে দেশের সব জেলায় এবং ইউনিটে কমিটি গঠন সম্পন্ন হবে বলে জানিয়েছেন আইনজীবী ফোরামের আহ্বায়ক প্রবীণ আইনজীবী খন্দকার মাহবুব হোসেন।
খন্দকার মাহবুব হোসেন বলেন, জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম অন্য যেকোনো সময়ের চেয়ে সুসংগঠিত। এ জন্য আমাদের (বিএনপির) ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সরাসরি এ ব্যাপারে আমাদের নির্দেশনা দিয়েছেন। ইনশাআল্লাহ আগামী জানুয়ারির মধ্যে দেশের সব জেলায় এবং ইউনিটে আইনজীবী ফোরামের পূর্ণাঙ্গ কমিটি হবে বলে আশা করছি।
২০১৯ সালের ৩ অক্টোবর প্রবীণ আইনজীবী খন্দকার মাহবুব হোসেনকে আহ্বায়ক ও অ্যাডভোকেট মো: ফজলুর রহমানকে সদস্যসচিব করে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের ১৭৯ সদস্যবিশিষ্ট কেন্দ্রীয় আহ্বায়ক কমিটি গঠন করা হয়। তার আগে একই বছরের ৩১ জানুয়ারি ব্যারিস্টার জমির উদ্দিন সরকারকে দায়িত্ব দেয়া হয়েছিল আইনজীবী ফোরাম পুনর্গঠনের।