নেত্রকোনার দুর্গাপুরে শীতবস্ত্র বিতরণ করেছেন স্বেচ্ছাসেবী এক সংগঠন। শুক্রবার সকালে উপজেলার কুল্লাগড়া ইউনিয়নের রানীখং মিশনে এই শীতবস্ত্র বিতরণ করেন মুক্তির বন্ধন ফান্ডেশন নামে একটি সংগঠন।
রানীখং, পুটিমারী, গুচ্ছগ্রাম সহ আশপাশের প্রায় দুই শতাধিক পরিবারের মাঝে শীতবস্ত্র ও জাতীয় পতাকা বিতরণ করে তারা। এ সময় বড়দিন উপলক্ষে শিশুদের মাঝে মিষ্টি বিতরণ করে স্বেচ্ছাসেবকরা।
দুর্গাপুর উপজেলা ছোট-বড় মিলিয়ে প্রায় ৬৫ টি গির্জায় রয়েছে। তবে এ বছর করোনা ভাইরাসের প্রাদুর্ভাব থাকায় শুধু বড় গির্জাগুলোতে বড়দিনের আনুষ্ঠানিকতা অনুষ্ঠিত হচ্ছে।
কুল্লাগড়া ইউনিয়নসহ উপজেলার সদর ইউনিয়ন, গাঁওকান্দিয়া ও পৌর বিরিশিরি আদিবাসী অধ্যুষিত এলাকাগুলোর বাড়িতে বাড়িতে উৎসব ও অতিথি আপ্যায়নে ব্যস্ত খ্রিস্টান ধর্মালম্বীরা।
এদিকে সকালে পৌরসভার শহরের উৎরাইলে মারীয়া আমাদের সহায় ধর্মপল্লীতে বড়দিন উপলক্ষে উপহার সামগ্রী পাঠায় নেত্রকোনা জেলা পুলিশ। পরে বড়দিনে কেক কেটে সবার সাথে শুভেচ্ছা বিনিময় করেন পুলিশ সদস্যরা। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন দুর্গাপুর সার্কেলের সহকারী পুলিশ সুপার মাহমুদা শারমিন নেলি, ওসি দুর্গাপুর থানা শাহ্ নুর এ আলম, উৎরাইল মারীয়া আমাদের সহায় ধর্মপল্লীর ফাদার সামালিয়া হ ভক্তবৃন্দরা ।
দুর্গাপুর সার্কেলের সহকারী পুলিশ সুপার মাহমুদা শারমিন নেলি জানান, বড়দিন কে কেন্দ্র করে কয়েক স্তরের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে । এ ছাড়াও কয়েকটি মোবাইল টিম গঠন করা হয়েছে যারা সার্বক্ষণিক গির্জাগুলোর তদারকি করছেন ।