রাজধানীর মোহাম্মদপুরে পরীক্ষা কেন্দ্রে চাকরিতে নিয়োগ পরীক্ষার্থী ও পুলিশের সঙ্গে ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটেছে।
শনিবার (১৯ ডিসেম্বর) সকালে এ রিপোর্ট লেখা পর্যন্ত পরীক্ষার্থীরা বেশ কিছু পরীক্ষা কেন্দ্রে ভাঙচুর চালিয়েছে। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
মোহাম্মদপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল লতিফ জানান, সকাল থেকেই পরীক্ষা কেন্দ্রে নিয়োগ পরীক্ষা চলছিল। তবে পরীক্ষা সম্পর্কে তিনি বিস্তারিত বলতে পারেননি। খোঁজ নিয়ে জানা যায়, সকালে মোহাম্মদপুর কেন্দ্রীয় কলেজে বার কাউন্সিলের পরীক্ষা শুরু হয়। এ সময় পরীক্ষার্থীদের একাংশ বাইরে বের হয়ে এসে বিক্ষোভ করতে থাকেন। কর্তৃপক্ষ তাদের বাধা দিলে বিক্ষুব্ধ পরীক্ষার্থীরা পরীক্ষা কেন্দ্রের দরজা-জানালাসহ বিভিন্ন আসবাবপত্র ভাঙচুর করে। খবর পেয়ে পুলিশ তাদের নিয়ন্ত্রণে আনার চেষ্টা করলে তারা পুলিশকে লক্ষ্য করে ইট-পাটকেল নিক্ষেপ করতে থাকে। পরে ওই এলাকায় পরিস্থিতি নিয়ন্ত্রণে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়।