হবিগঞ্জে সড়ক দুর্ঘটনায় মারা গেলেন ময়মনসিংহের জুলহাস

Accidentহবিগঞ্জের শায়েস্তাগঞ্জে পিকআপ ভ্যান-সিএনজি অটোরিকশা ও টমটম ইজিবাইকের ত্রিমুখী সংঘর্ষে ময়মনসিংহের গফরগাঁও উপজেলার শ্রীপান গ্রামের সফির উদ্দিনের ছেলে জুলহাস উদ্দিন মারা গেছেন। এছাড়াও নিহত হয়েছেন হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালের চিকিৎসক মাধবপুর উপজেলার ছাতিয়াইন গ্রামের চন্দন চন্দ্র পোদ্দারের ছেলে দিপংকর পোদ্দার। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৩ জন। গুরুত্বর অবস্থায় তাদেরকে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে।

শায়েস্তাগঞ্জ থানার ওসি অজয় চন্দ্র দেব জানান, শুক্রবার বেলা ১১ টার দিকে উপজেলার কলিমনগরে এ দুর্ঘটনাটি ঘটে। শায়েস্তাগঞ্জ থেকে একটি সিএনজি অটোরিকশা ও টমটম ইজিবাইক হবিগঞ্জ যাওয়ার পথে বিপরীত দিক থেকে আসার একটি পিকআপরে সঙ্গে সংঘর্ষ বাঁধে। এতে ঘটনাস্থলেই দুইজন নিহত হন।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিহত ও আহতদের উদ্ধার করে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে প্রেরণ করে।

Share this post

scroll to top