হাইকোর্টে বেকসুর খালাস পেলো মৃত্যুদণ্ড প্রাপ্ত আসামি

High courtকুষ্টিয়ার এক পার্লার ব্যবসায়ীকে হত্যা মামলায় নিম্ন আদালতে মৃত্যুদন্ডপ্রাপ্ত এক আসামকে বেকসুর খালাস দিয়েছে হাইকোর্ট।

মামলাসূত্রে জানাযায়, কুষ্টিয়ার কটাইখানা মােড়স্থ “গ্লামার্স ওয়ার্ল্ড” নামীয় পার্লার ব্যবসায়ী সাহজাদি ফারজানাকে গত ২৭/০৩/২০১৩ ইং তারিখে সন্ধ্যা অনুমান ০৩:৪৫ মিনিটে তাহার নিজ ব্যবসা প্রতিষ্ঠান “গ্লামার্স ওয়াল্ড”-এ আসামী মজুির রহমান লিখন দ্বারা এবং আসামীর স্ত্রী মােছাঃ
বৈশাখীর সহায়তায় গুলিবিদ্ধ হয়ে হাসপাতালে নেওয়ার পর মারা যায়। অতঃপর ভিকটিমের স্বামী মােল্লা আবু সামস বাদী হয়ে আসামীদের বিরুদ্ধে কুষ্টিয়া মডেল থানায় মামলা করেন।

পরবর্তীতে আসামী মােঃ মজিবর রহমান লিখন গ্রেপ্তার হওয়ার পর স্বীকারােক্তি মূলক জবানবন্দী প্রদান করেন।
বিচারিক আদালত রেজ্জা মােঃ আলমগীর হাসান, অতিরিক্ত দায়রা জজ আদালত, ১ম আদালত, কুষ্টিয়া বিচার কাৰ্য শেষে বিগত ০৮/০৬/২০১৫ ইং তারিখে আসামী মজিবুর রহমান লিখনকে দণ্ডবিধির ৩০২ ধারায় দোষী সাব্যস্ত করে মৃত্যু
দন্ডাদেশ প্রদান করেন। অপরদিকে আসামীর স্ত্রী মােছাঃ বৈশাখী এবং অপর ০৩ আসামিকে বেকসুর খালাস প্রদান করেন।

উক্ত মামলার মৃত্যুদন্ড প্রাপ্ত আসমা মােঃ মজিবুর রহমান লিখন এর মৃত্যুদন্ডাদেশ কনফারমেশনের জন্য নিম্ন আদালত থেকে মামলার নথি উচ্চ আদালতে আসার পর ডেথ রেফারেন্স মামলা নং ৫১/২০১৫ হিসেবে তালিকাভূক্ত
হয়। উক্ত ডেথ রেফারেন্স হাইকোর্ট ডিভিশনে বিচারপতি কৃষ্ণা দেবনাথ এবং বিচারপতি এ.এস.এম আব্দুল মােবিন
এর দৈত বেঞ্চ শুনানীঅন্তে অদ্য ১৫/১২/২০২০ ইং তারিখে আসামীর স্বীকারােক্তি মূলক জবানবন্দী পুলিশ রিমান্ডে নির্যাতনের মাধ্যমে আদায়কৃত এবং স্বেচ্ছা প্রণােদিত নয় মর্মে বিবেচনায় এবং রাষ্ট্রপক্ষের স্বাক্ষীগণ মামলা প্রমানে ব্যর্থ হওয়ায় আসামী মজিবুর রহমান লিখনকে বেকসুর খালাস প্রদান করেন।

আদালতে আসামী মজিবুর রহমান লিখন এর পক্ষে শুনানী করেন আইনজীবী এ.কে.এম ফজলুল হক খান ফরিদ, ব্যারিষ্টার রাগীব রউফ চৌধুরী, এবং আইনজীবী সাইফুর রহমান রাহি।
রাষ্ট্রপক্ষে শুনানী করেন ডি.এ.জি. শাহীন আহমেদ খান।

Share this post

scroll to top