ময়মনসিংহ জেলা আইনজীবী সমিতির বার্ষিক নৈশ ভোজ বর্জন করা হয়েছে। সাধারণ আইনজীবী পরিষদের পক্ষ থেকে এ নৈশভোজ বর্জন করা হয়।
জেলা আইনজীবী সমিতির সাধারণ সদস্যগণ জানান, সমিতির কার্যকরী পরিষদ করােনা পরিস্থিতির কারণে সমিতির আর্থিক অনটনের অযুহাতে ২০২০ সনে প্রয়াত অধিকাংশ সদস্যের কল্যাণ তহবিলের পাওনা অদ্যাবধি পরিশােধ করেন নি। করােনা রােধে সামাজিক দূরত্ব রক্ষা নিশ্চিত করতে সমিতির একাধিক অনুষ্ঠান বাতিল করা হয়।
সমিতির সাংবিধানিক নির্দেশনা অমান্য করে মাননীয় জেলা জজের অযুহাত দেখিয়ে সাধারণ সদস্যদের অনুরােধ স্বত্বেও সমিতির সাধারণ সভা আহবান করেন নি। এমন কি সাধারণ সদস্যগণের উদ্যোগে আহ্বানকৃত তলবী সাধারণ সভা শক্তি প্রয়ােগের মাধ্যমে বাধা গ্রস্থ করা হয়।
তারা আরো জানান, বর্তমানে সারাদেশে করােনা আক্রান্তের সংখ্যা ক্রমশ বৃদ্ধি অব্যাহত থাকা স্বত্বেও কার্যকরী কমিটি বার্ষিক নৈশ ভােজের আয়ােজন করে সহস্রাধিক লােক সমাবেশের ব্যবস্থা করেছেন। এক্ষেত্রে তহবিল সংকট বা সামাজিক দুরত্ব কোনটাই বাধা হচ্ছে না। সকল কার্যকরী কমিটির পরস্পর বিরােধী কর্মকান্ডে আমরা সংক্ষুদ্ধ। আনন্দ ভােজনের আগে প্রয়াত আইনজীবীগণের পরিবার কে কল্যাণ তহবিলের পাওনা পরিশােধের ব্যবস্থা নিতে গত ১৪ই ডিসেম্বর আমরা সমিতির সাধারণ সম্পাদক কে অনুরােধ করে কোন সদুত্তর পাইনি। এমতাবস্থায় প্রয়াত সদস্যগণের কল্যাণ তহবিলের টাকা অপরিশােধিত রেখে সমিতির নৈশ ভােজে আমরা অংশ গ্রহন করবেন না বলে জানান তারা।