নিখোঁজের ৫ ঘণ্টা পর প্রতিবেশীর রান্নাঘর থেকে শিশুর লাশ উদ্ধার

টাঙ্গাইলের সখীপুরে নিখোঁজ হওয়ার পাঁচ ঘণ্টা পর রাইসা আক্তার নামে দুই বছরের এক শিশুর লাশ উদ্ধার করা হয়েছে।

সোমবার রাত সাড়ে দশটার দিকে প্রতিবেশীর রান্না ঘরের লাকরির স্তুপের উপরে বস্তা ভর্তি অবস্থায় তার মৃতদেহ উদ্ধার করা হয়। সে ওই এলাকার প্রবাসী রাজু আহমেদের ছেলে।

সংবাদ পেয়ে ওই রাতেই প্রতিবেশী আরমান (৩৫), স্ত্রী সোমা আক্তার ও তার শাশুড়িকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে এসেছে পুলিশ। এ ঘটনায় থানায় মালার প্রস্তুতি চলছে।
সখীপুর থানা পুলিশ পরিদর্শক (তদন্ত) এ.এইচ.এম লুৎফুল কবির বলেন, রাতেই লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদ চলছে এবং আইনগত ব্যাবস্থা নেয়ারও প্রস্তুতি চলছে।

Share this post

scroll to top