ভাস্কর্য স্থাপনে ইসলামে বিধি নিষেধ নেই: হাক্কানী আলেম সমাজ

ভাস্কর্য স্থাপনে ইসলামে বিধি নিষেধ নেই বলে মন্তব্য করেছেন হাক্কানী আলেম সমাজ নামে একটি সংগঠনের নেতারা। তারা বলেন, ভাস্কর্য এবং মূর্তি দুটো আলাদা জিনিস। এ নিয়ে জনগণকে বিভ্রান্ত করছেন হেফাজত নেতারা।

রোববার (১৩ ডিসেম্বর) দুপুরে জাতীয় প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তারা এ কথা বলেন।
সংবাদ সম্মেলনে অংশ নেন কয়েকজন ধর্মীয় আলোচক। তারা বলেন, এ জাতির প্রতি বঙ্গবন্ধুর অবদানের কথা স্মরণ করিয়ে দেওয়ার অংশ হিসেবেই তার ভাস্কর্য স্থাপন করা রাষ্ট্রের নৈতিক দায়িত্ব।

তারা আরও বলেন, ভাস্কর্য অনেক সময় চেতনাকে বাড়িয়ে দেয়। দেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যায়। পদ্মা সেতু যেটা আগে আমরা কল্পনাও করতে পারিনি, সেটাও এখন বাস্তব। ভাস্কর্যকে উপাসনা করলে সেটা শিরক হবে। আমরা তো মূর্তি পূজা করি না। মূর্তিকে ইবাদত করা হয়, ভাস্কর্যকে না।

Share this post

scroll to top